ডেইলি নরসিংদী ২৪ : নরসিংদীতে বিভিন্ন কোচিংয়ে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। রবিবার (১৩ অক্টোবর) বিকেলে শহরের ব্রাহ্মন্দী বালুর মাঠ এলাকায় ওরাকল ও প্রতিভা কোচিংয়ে এই অভিযান পরিচালিত হয়।
এই অভিযান পরিচালনা করেন নরসিংদী সদর ভূমি অফিসের সহকারী কমিশনার শাহ আলম মিয়া। সারা দেশের ন্যায় নরসিংদীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ নিয়ে একটি চক্র পরীক্ষায় পাস করিয়ে দেওয়ার কথা বলে প্রতারণা করে আসছে। এই খবরে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন- নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলীসহ আরও অনেকে। অভিযানে শহরের ওরাকল ও প্রতিভা কোচিংকে বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
Leave a Reply