মোঃ সাইদুর রহমান খান ( সাহেদ)
জন্ম আমার মায়ের জন্য
শিক্ষার জন্য আলো
সু-শিক্ষায় বড় হলে
আমি হব ভাল
প্রাইমারীতে শিক্ষা শুরু
হাই স্কুলে স্বপ্ন
বড় হয়ে আমি যেন
করি দেশের যত্ন
হাই স্কুলের স্মৃতি গুলো
মনে পরে বার বার
কবে জানি সবার সাথে
দেখা হবে আবার
শত বৎসর পূর্তি হলো
কত ছাত্র আসলো গেলো
শিক্ষা নিয়ে মানুষ হলো
ঘরে ঘরে জ্বললো আলো
শিক্ষার আলোর বাতি
তাইতো আমারা সৃষ্টির সেরা
হলাম মানব জাতি।
Leave a Reply