ডেইলি নরসিংদী ২৪ ( সুমন পাল ) : ঢাকা-সিলেট মহা সড়কের পুরিন্দা বাসষ্ট্যান্ড এলাকার জুয়েলের গ্যারেজ থেকে মঙ্গলবার (৮অক্টোবর) পারভেজ (১৯) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করে থানা পুলিশ।
গ্যারেজ মালিক জুয়েল জানায়, প্রতিদিনের মত গতকাল রাত সাড়ে ৯টায় পারভেজ ও সুমনকে রাতের খাবার খায়িয়ে আমি বাসায় চলে যাই। পরদিন সকাল ৯টায় নাস্তা নিয়ে আমি দোকানে এসে দেখি সাটারের বাহির থেকে তালা দেয়া। তখন আমি অপেক্ষা করতে থাকি, কিছুক্ষন অপেক্ষার পর যখন কেউ আসছে না তখন আমার কাছে থাকা অপর চাবি দিয়ে তালা খুলে সাটার তুলে দেখি পারভেজের রক্ত মাখা লাশ মেঝেতে পড়ে আছে। তখন আমি সাথে সাথে সাতগ্রাম ইউপি চেয়ারম্যান ওয়াদুদ মাহমুদ অদুদকে জানাই। তখন তিনি পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করে।
পুলিশ জানায়, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে তার সাথে থাকা নরসিংদী সদর বাদুয়ারচর এলাকার সেন্টু মিয়ার ছেলে সুমন এ হত্যাকান্ড ঘটিয়ে থাকতে পারে, তবে তদন্ত না করে কিছু বলা যাচ্ছে না। ঘটনার পর থেকে সুমন পলাতক রয়েছে। পারভেজ ঈশ্বরগঞ্জ জেলার বৈরাটি গ্রামের মৃত তারা মিয়ার ছেলে।
Leave a Reply