ডেইলি নরসিংদী ২৪ : নরসিংদীতে পূজা দেখতে এসে ট্রেনে কাটা পড়ে জুয়েল চন্দ্র দাস (৩০) নামে একজন নিহত হয়েছেন। রবিবার (৬ অক্টোবর) রাত ১০টায় শহরের আরশীনগর রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদশর্ক ফিরোজ আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন। নিহত জুয়েল দাস গাজীপুর সদরের মজলিশপুর এলাকার রবীন্দ্র চন্দ্র দাসের ছেলে।
পুলিশ জানায়, জুয়েল পূজা দেখতে গাজীপুর থেকে নরসিংদী শহরে আসেন। রাতে শহরের আরশীনগর রেলক্রসিং সংলগ্ন শিক্ষাচত্বর এলাকায় একটি পূজামণ্ডপ দেখে অন্যান্য মণ্ডপ দেখতে রেলক্রসিং পার হচ্ছিলেন। এসময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। পরে তার সঙ্গে থাকা মোবাইল ফোন থেকে যোগাযোগ করে তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে।
Leave a Reply