ডেইলি নরসিংদী ২৪ : মনোহরদী উপজেলার চালাকচর হতে ইয়াবাসহ পাঁচ জনকে গ্রেফতার করেছে নরসিংদী জেলা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ২ লক্ষ টাকা। বুধবার দিবাগত রাতে মাদকবিরোধী বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- চালাকচর এলাকার দুদু মিয়ার ছেলে আবুল কাশেম (৩৫), একই এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে আমিনুল ইসলাম (৩২), দিলীপ পালের ছেলে উজ্জল পাল (৩৩), মৃত মোহাম্মদ আলীর ছেলে পিয়ার হোসেন (৩২) ও হাফিজপুর এলাকার হোসাইন আহম্মেদ এর ছেলে সুমন মিয়া (২৬)।
ইয়াবাসহ আটকের ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মোস্তাক আহম্মেদ ও জাকারিয়া আলম বাদী হয়ে মনোহরদী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি পৃথক মামলা দায়ের করেছেন। মামলা দায়ের পর গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply