ডেইলি নরসিংদী ২৪, বেলাব প্রতিনিধি : বেলাবতে ছুরিকাঘাতে এক মাংস বিক্রেতাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মাছ ব্যবসায়ী দুলালকে আটক করেছে পুলিশ। বুধবার (২ অক্টোবর) বিকেলে বেলাব বাজারে এ হত্যাকাণ্ড হয়।
পুলিশ জানায়, মাংস বিক্রেতা শাহা মিয়ার সঙ্গে মাছ ব্যবসায়ী দুলাল মিয়ার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে দুলাল মিয়ার ছুরিকাঘাতে গুরুতর জখম হয় মাংস বিক্রেতা শাহা মিয়া। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায় সে।
হত্যাকাণ্ডের পর অভিযুক্ত দুলালকে আটক করেছে পুলিশ। জব্দ করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি।
মাদক সংক্রান্ত বিষয়ে তাদের মধ্যে বিরোধ ছিলো বলে প্রাথমিকভাবে ধারনা করছে পুলিশ। তাদের দু’জনের বিরুদ্ধেই থানায় মামলা রয়েছে।
Leave a Reply