ডেইলি নরসিংদী ২৪ : মুক্তিযুদ্ধের সময় প্রবাসে বিশ্ব জনমত গঠনে ভূমিকা রাখা ব্যক্তিদের সরকার মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়েছে। এক্ষেত্রে ভূমিকা রাখায় মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেলেন নরসিংদীর মরহুম মো. আজিজুল হক ভূঁঞা।
গত সোমবার তাকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়ে গেজেট জারি করেছে সরকার। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ৬৪তম সভার সিদ্ধান্ত অনুযায়ী এই গেজেট প্রকাশ করা হয়েছে। মরহুম আজিজুল হক ভূঁঞা নরসিংদী রায়পুরা উপজেলার আদিয়াবাদ পিবিনগর গ্রামের মরহুম মাওলানা হারিসুল হক ভূঁঞায় ছেলে।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে জানা যায়, আজিজুল হক ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় যুক্তরাজ্যের বাঙালিদের একত্রিত করে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে বিশ্ব-জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।তিনি ২০০৬ সালে মারা যান।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব এস এম আরিফ-উর-রহমান বলেন, ‘যারা মুক্তিযুদ্ধের সময় জনমত গঠনে সাংগঠনিকভাবে কাজ করেছেন তারা তো মুক্তিযোদ্ধা হিসেবে অন্তর্ভুক্ত হওয়ার যোগ্য, আইনেও সেটা আছে। কেউ যদি দাবি (প্রবাসে বিশ্ব জনমত গঠনে ভূমিকা রেখেছেন) করেন, তবে তা যাচাই-বাছাই করে দেখা হবে। যদি দেখা যায় তার ভূমিকা ছিল, তবে তিনি মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাবেন।’
Leave a Reply