ডেইলি নরসিংদী ২৪ : নরসিংদীর চরাঞ্চলে দিন দিন বেড়েই চলছে ভাসমান সবজি চাষ পদ্ধতি। বছরের প্রায় ৬ মাস পানিতে তলিয়ে থাকায় এ অঞ্চলের অধিকাংশ কৃষক অলসতায় সময় কাটাতো। কিন্তু চরাঞ্চলের কৃষক হেলাল মিয়ার পতিত জমির পানিতে ভাসমান পদ্ধতিতে বিভিন্ন শাক-সবজির চারা উৎপাদন ও চাষাবাদ করে এ অঞ্চলে ব্যাপক আলোড়ন তুলেছেন।
তার সফলতায় আকৃষ্ট হয়ে নরসিংদী সদর উপজেলার নজরপুর ইউনিয়নের আলিপুর গ্রামের অনেক কৃষক ভাসমান সবজি চাষে এগিয়ে এসেছে।
কৃষক হেলাল প্রথম ২০১৬ সালে নানা জাতের সবজি চাষের মধ্য দিয়ে ভাসমান পদ্ধতি শুরু করেন। লাউ, ধুন্দল, শসা, ঝিঙ্গা, ঢেঁড়স সহ বিভিন্ন ধরণের সবজি চাষ করে ভালো ফলনও পেয়েছিলেন তিনি। রাসায়নিক সার ও কীটনাশক ছাড়া জৈব পদ্ধতিতে সবজি চাষ করায় বাড়তি খরচও নেই এ পদ্ধতিতে। এছাড়াও বিষমুক্ত সবজি হওয়ায় বাজারে ভালো চাহিদাও রয়েছে।
কৃষি বিভাগের তথ্য মতে, গত বছর সদর উপজেলায় ভাসমান পদ্ধতিতে সবজি চাষির সংখ্যা ছিলো ৫ জন, যা চলতি বছরে বেড়ে দাঁড়িয়েছে ৫০ জনে।
নরসিংদী সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আবদুল হাই জানান, চরাঞ্চলের কৃষকদের অর্থনৈতিকভাবে লাভবান করার জন্য ভাসমান পদ্ধতিতে সবজি চাষ বাড়ানোর চেষ্টা চলছে।
Leave a Reply