ডেইলি নরসিংদী ২৪, রায়পুরা প্রতিনিধি : রায়পুরা উপজেলা সদরের শ্রীরামপুর এলাকা থেকে সুরুজ মিয়া (৫০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত সুরুজ একই উপজেলার মির্জাপুর ইউনিয়নের পিরিজকান্দী গ্রামের মৃত করম আলীর ছেলে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে সাতটায় শ্রীরামপুর এলাকার একটি পুকুরে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।
রায়পুরা থানার সেকেন্ড অফিসার এস আই দেব দুলাল জানান, নিহতের শরীরে আঘাতের নমুনা পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, সে একজন মানসিক ভারসাম্যহীন। পার্শ্ববর্তী মাজার থেকে ফেরার পথে পুকুরের পানিতে হাত-মুখ ধুতে গিয়ে পানিতে পড়ে মারা গিয়ে থাকতে পারেন। নিহতের পরিবারের পক্ষ হইতে কোন অভিযোগ না থাকায় লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply